
Tripura Football: স্কাইলার্ককে নাস্তানাবুদ করে জয় ছিনিয়ে নিলো মৌচাক।
মৌচাক-৪ স্কাইলার্ক-২ টিএসএন ডেস্ক,১২ জুন।। ঘুরে দাঁড়ালো মৌচাক ক্লাব। আসরের প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে পরাজয়ের পর দলীয় ফুটবলাররা কতটা তেঁতে ছিলেন তার আভাস বৃহস্পতিবার পেলেন স্কাইলার্ক ক্লাবের ফুটবলাররা। ম্যাচ মৌচাক ক্লাব ৪-২ গোলে পরাজিত করে গেলোবারের রানার্স স্কাইলার্ক ক্লাবকে। বিজয়ী দলের সুখ দয়াল জমাতিয়া এবং সোয়ামহুইপান হালাম দুটি করে গোল করেন। রাজ্য ফুটবল…