Tripura Judo: জাতীয় সিনিয়র জুডোতে অংশ নিতে মনিপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে ত্রিপুরা দল।
টিএসএন ডেস্ক,৯ ডিসেম্বর।। ত্রিপুরার জুডোকাররা বুধবার যাচ্ছে মনিপুরে।এই রাজ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সিনিয়র জুডো প্রতিযোগিতা। ১১-১৫ ডিসেম্বর। তাতে অংশ নেবে ত্রিপুরা দল। মঙ্গলবার ত্রিপুরা দলের জুডোকারদের অগ্রিম শুভেচ্ছা জানানো হয় রাজ্য সংস্থার পক্ষ থেকে। খেলোয়ারদের হাতে তুলে দেওয়া হয় ত্রিপুরার জার্সি। ত্রিপুরার সুনাম রক্ষা করে জাতীয় আসরে নিজেদের সেরা খেলাটা নিংড়ে দেওয়ার পরামর্শ খেলোয়ারদের দেন…

