
Tripura Football: দীর্ঘ ছয় বছর পর ঘরে রাখাল শিল্ডের ট্রফি তুললো ফরোয়ার্ড।
টিএসএন ডেস্ক ,২৩ জুলাই।।সুদীর্ঘ ৬ বছর পর। রাখাল শিল্ড নক আউট ট্রফি ঘরে তুললো ফরোয়ার্ড ক্লাব। মঙ্গলবার আসরের মেগা ফাইনাল ম্যাচে ফরোয়ার্ড ক্লাব ২-০ গোলে পরাজিত করে কমলা কালো দল ব্লাড মাউথ ক্লাব কে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন সন্ধ্যায় ফ্লাড লাইটের অনুষ্ঠিত হয় ম্যাচটি। পরাজিত হলেও ব্লাড মাউথ ক্লাবের ফুটবলাররা দুরন্ত লড়াই ছুঁড়ে দিয়েছিলেন। কিন্তু…