টিএসএন ডেস্ক,৮ জুলাই।।
প্রস্তুতিতে নেমে পড়লো কল্যাণ সমিতি। মরশুমে সাফল্য কামনায় মঙ্গলবার সকালে ‘বারপুজো’ দিয়ে প্রস্তুতি নামলো গেলো বছর দ্বিতীয় ডিভিশনের সেরা সম্মান পেয়ে প্রথম ডিভিশনে খেলা ছাড়পত্র অর্জন করা শহর দক্ষিণের ওই ক্লাবটি। এদিন সন্ধ্যায় এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলে নেন ওই ক্লাবের ফুটবলাররা। প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে দলের ফাঁকফোকর গুলো দেখে নেন কোচ আবু তাহের। ইতিমধ্যে মনিপুরের সাতজন এবং মিজোরামের একজন ফুটবলার দলের সঙ্গে যোগ দিয়েছেন। বুধবার আরও দুই ফুটবলার যোগ দেওয়ার কথা। মণিপুরে এখন চলছে লীগ। তাই বেশ কয়েকজন ফুটবলার এই মুহূর্তে আসতে পারছেন না। ১৪ জুলাই রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে কল্যাণ সমিতি খেলবে গেলবারের রানার্স রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। ওই ম্যাচে সম্ভবত মনিপুরের দু তিনজন ফুটবলারের সার্ভিস পাবে না কল্যাণ সমিতি। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন মণিপুরের ধনচন্দ্র সিং, জনসন সিং, অমরজিৎ সিং, জিদান সিং, ওয়ারোকপাম, সমরজিৎ সিং এবং সনাতন সিং। আজ দলের সঙ্গে যোগ দেবেন কিষান এবং বনীসন। মিজোরাম থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন আর এস স্টপেজ। স্থানীয় ফুটবলারদের মধ্যে দলে রয়েছেন মঙ্গল সিং, রজনীকান্ত ত্রিপুরা, রাজচন্দ্র জমাতিয়া, সুরজিৎ জমাতিয়া, ভক্তি পদ জমাতিয়া এবং সঞ্জয় জমাতিয়া। হাতে সময় কম। এই অবস্থায় গোটা দলকে কতটা এক সুতোতে বাঁধতে পারবেন কোচ তাই দেখার বিষয় এখন। তবে কোচ আবু তাহের ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী। ক্লাবের দল গঠনের মূল দায়িত্বে থাকা তন্ময় ধর বিশ্বাস করেন, রাজ্যের ফুটবলপ্রেমী দের ভালো খেলা উপহার দেবে আমাদের ছেলেরা। আমাদের লক্ষ্য থাকবে খেতাব জয় করা। তা মাথায় রেখে গড়া হয়েছে দল। আশা করি ছেলেরা হতাশ করবে না। মণিপুরে লিগ শেষ হলে দলের সঙ্গে যোগ দেবেন প্রেমজিৎ, রোহিত এবং সুরজ সিং। গেলোবছর দ্বিতীয় ডিভিশনের সেরা সম্মান পেয়ে প্রথম ডিভিশনে খেলা ছাড়পত্র অর্জন করা শহর দক্ষিণের ওই ক্লাবটি। এদিন সন্ধ্যায় এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলে নেন ওই ক্লাবের ফুটবলাররা। প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে দলের ফাঁকফোকর গুলো দেখে নেন কোচ আবু তাহের। ইতিমধ্যে মনিপুরের সাতজন এবং মিজোরামের একজন ফুটবলার দলের সঙ্গে যোগ দিয়েছেন। বুধবার আরও দুই ফুটবলার যোগ দেওয়ার কথা। মণিপুরে এখন চলছে লীগ। তাই বেশ কয়েকজন ফুটবলার এই মুহূর্তে আসতে পারছেন না। ১৪ জুলাই রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে কল্যাণ সমিতি খেলবে গেলবারের রানার্স রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। ওই ম্যাচে সম্ভবত মনিপুরের দু তিনজন ফুটবলারের সার্ভিস পাবে না কল্যাণ সমিতি। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন মণিপুরের ধনচন্দ্র সিং, জনসন সিং, অমরজিৎ সিং, জিদান সিং, ওয়ারোকপাম, সমরজিৎ সিং এবং সনাতন সিং। আজ দলের সঙ্গে যোগ দেবেন কিষান এবং বনীসন। মিজোরাম থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন আর এস স্টপেজ। স্থানীয় ফুটবলারদের মধ্যে দলে রয়েছেন মঙ্গল সিং, রজনীকান্ত ত্রিপুরা, রাজচন্দ্র জমাতিয়া, সুরজিৎ জমাতিয়া, ভক্তি পদ জমাতিয়া এবং সঞ্জয় জমাতিয়া। হাতে সময় কম। এই অবস্থায় গোটা দলকে কতটা এক সুতোতে বাঁধতে পারবেন কোচ তাই দেখার বিষয় এখন। তবে কোচ আবু তাহের ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী। ক্লাবের দল গঠনের মূল দায়িত্বে থাকা তন্ময় ধর বিশ্বাস করেন, রাজ্যের ফুটবলপ্রেমী দের ভালো খেলা উপহার দেবে আমাদের ছেলেরা। আমাদের লক্ষ্য থাকবে খেতাব জয় করা। তা মাথায় রেখে গড়া হয়েছে দল। আশা করি ছেলেরা হতাশ করবে না। মণিপুরে লিগ শেষ হলে দলের সঙ্গে যোগ দেবেন প্রেমজিৎ, রোহিত এবং সুরজ সিং।
Tripura Football: বারপূজা দিয়ে প্রস্তুতি শুরু করলো কল্যাণ সমিতি।
