Tripura Chess: র্যাপিড রেটিং দাবায় শীর্ষে বিহারের কিষান কুমার।
টিএসএন ডেস্ক,১১ ডিসেম্বর।। শীর্ষে রয়েছেন বিহারের কিষান কুমার। ৬ রাউন্ড শেষে পুরো ছয় পয়েন্ট পেয়ে। প্রথম বর্ষ শেফালী স্মৃতি আন্তর্জাতিক ফিডে র্যাপিড দাবা প্রতিযোগিতায়। দু’দিনব্যাপী আসর শুরু হয় বৃহস্পতিবার এন এস আর সি সি – র ভারোত্তোলন হল ঘরে। আসরে অংশ নিয়েছেন ১৮১ জন দাবাড়ু। প্রথম দিনে হয় ছয় রাউন্ডের খেলা। আসরে পিছিয়ে পড়েছেন রাজ্যের…

