টিএসএন ডেস্ক,৯ মে।।
জয়ের ধারা অব্যাহত রেখে এগিয়ে চলছে শক্তিশালী স্বামী বিবেকানন্দ ক্লাব। শুক্রবার স্বামী বিবেকানন্দ ক্লাব কার্যত বিধ্বস্ত করে জম্পুইজলা প্লে সেন্টারকে। কুমার দেববর্মার হ্যাট্রিকের সুবাদে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বামী বিবেকানন্দ ক্লাব ৪-১ গোলে পরাজিত করে জম্পুইজলা প্লে সেন্টারকে। এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন পল্টু চৌধুরীর ছেলেরা। বল দখলের লড়াইয়েও ছিল এগিয়ে। প্রথম ম্যাচের তুলনায় এদিন আরও সঙ্ঘবদ্ধ লক্ষ্য করা গেছে স্বামী বিবেকানন্দ দলের ফুটবলারদের। অনেকটা পাসিং ফুটবল খেলে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নেন বিশ্বজিৎ দেব-রা। তবে শুরুতে পিছিয়ে ছিলো স্বামী বিবেকানন্দ ক্লাব। ২৫ মিনিট সুনীল মলশুম গোল করে এগিয়ে দেন জম্পুইজলাকে। এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেন স্বামী বিবেকানন্দ ক্লাবের ফুটবলার। শুরু হয় ক্রমাগত আক্রমণ। তাতে জম্পুইজলার রক্ষণভাগের চিড় ধরে। ৪০ মিনিটে দুরন্ত গোল করে সমতা ফেরান কুমার দেববর্মা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে তেজিভাব লক্ষ্য করা যায় স্বামী বিবেকানন্দ ক্লাবের ফুটবলারদের। আর তাতেই আসে সাফল্য। ৬৪ মিনিটে জয় কিষান দেববর্মা, ৮০ মিনিটে কুমার দেববর্মা এবং ৮২ মিনিটে কোন কুমার দেববর্মা গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। রেফারি আদিত্য দেববর্মা জম্পুইজলা প্লে সেন্টারের পাঁচ জন ফুটবলারকে এবং স্বামী বিবেকানন্দ ক্লাবের একজন ফুটবলারকে হলুদ কার্ড দেখান।
#Tripura #football #c – division #tsn