
Tripura Cricket: অম্বিকা দেবনাথ ৮৯ রানের সৌজন্যে জয়ী ব্লাড মাউথ।
টিএসএন ডেস্ক, ৬মে।। চাম্পামুড়া কোচিং সেন্টারের বাধা অনায়াসেই টপকে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এক কদম এগিয়ে গেলো গেলোবারের চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব। মঙ্গলবার এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কমলা-কালো দলের ক্রিকেটাররা ব্যাটে বলে দাপট দেখালেন। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেটের সুপার সিক্সে। এদিন ব্লাড মাউথ ক্লাব ১৩৬ রানের বড় ব্যবধানে…