Tripura Sports: এগিয়ে চলোর কাছে ব্লাডমাউথের পরাজয়।
স্পোর্টস ডেস্ক,২৯ জুলাই।। চড়া মেজাজে খেলা। শেষ ৫৫ মিনিট দু দলকে খেলতে হয়েছে ১০ জন করে। এ ছাড়া ম্যাচ কে নিয়ন্ত্রণে রাখতে দু’দলের আরো চারজন ফুটবলার কে দেখানো হয়েছে হলুদ কার্ড। চড়া মেজাজের ম্যাচে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল এগিয়ে চলো সংঘ। পাশাপাশি ঘুরে দাঁড়ালো লীগে। প্রথম ম্যাচে পয়েন্ট ভাগ করার পর এই দিনের জয় সুজিত…

