টিএসএন ডেস্ক, ৩০এপ্রিল।।
বড় ব্যবধানে জয় দিয়ে আসর শুরু করলো ইউনাইটেড ফ্রেন্ডস। নিকিতা দেবনাথের দুরন্ত ব্যাটিংয়ে। ১২৪ রানে পরাজিত করলো ক্রিকেট অনুরাগীকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৭৭ রান করে। দলের পক্ষে নিকিতা দেবনাথ ৬৫ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৮ রানে এবং রেশমি নোয়াতিয়া ৬২ বল খেলে ছয়টি বাউন্ডারি সাহায্যে ৫৫ রানে অপরাজিত থেকে যান। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। জবাবে খেলতে নেমে ক্রিকেট অনুরাগী মাত্র ৫৩ রান করে চার উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে। দলের পক্ষে সুস্মিতা বসাক ২৯ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খেতে পায় ১৩ রান।
#tripura #women #cricket #tsn