Tripura Football: নবোদয় – সরোজ সংঘের ম্যাচ অমীমাংসিত। পয়েন্ট ভাগাভাগি।
টিএসএন ডেস্ক,১৭ জুন।। এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না সরোজ সংঘের। শেষ পর্যন্ত নবোদয় সংঘের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো রতন সাহা-র সরোজ সংঘ। এ দিনের পয়েন্ট ভাগ চাপ বাড়ালো সরোজ সংঘের। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সরোজ সংঘ মূলত আটকে যায় নবোদয়ের গোলরক্ষক অনন্ত জমাতিয়ার…

