Tripura Football: রাখাল শিল্ডে নামার লক্ষ্যে
ফরোয়ার্ডের জার্সি উন্মোচন।

IMG 20250709 WA0255 scaled

টিএসএন ডেস্ক, ৯ জুলাই।।
   রাজ্যের ফুটবল ইতিহাসে নতুন দিগন্তের উন্মোচন করলো ফরোয়ার্ড ক্লাব। মাঠে নামার আগেই চমকপ্রদ ধামাকা। ফুটবল মাঠে বহুবার ট্রফি জয়ের ঐতিহ্যবাহী ফরোয়ার্ড ক্লাব এবারও দারুণ টিম গঠন করেছে, টিএফএ-র আসন্ন দুটি টুর্নামেন্টকে সামনে রেখে। রাখার শীল্ড নকআউট ফুটবল এবং প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। একদিকে মাঠে ভালো খেলা এবং অপরদিকে সাফল্য লাভ, দুইয়ের মিশেলে রাজ্য ও বহিঃ রাজ্যের খেলোয়াড়ে সমৃদ্ধ দারুন টিম গঠন করা হয়েছে। আজ, বুধবার সন্ধ্যায় খেলোয়ারদের উষ্ণ অভ্যর্থনা, শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি তাদের হাতে ক্লাবের জার্সিও তুলে দেওয়া হয়েছে। সন্ধ্যায় রাজধানীর প্রথম সারির অভিজাত হোটেলে আয়োজিত এক অভিনব জার্সি লঞ্চিং ও স্পন্সরদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ফরোয়ার্ড ক্লাবের পক্ষ থেকে দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়। সত্যিকার অর্থেই প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠান ফুটবল জগতে রাজ্যের নিরিখে এক অন্য মাত্রা বয়ে এনেছে। এবারকার ফরোয়ার্ড ক্লাব টিমের হয়ে যারা খেলবে মোহাম্মদ সিনান, অঙ্কিত ভুইয়া, লেই রাবেল, নংখ্লা, মেইতান খুমান, আদর্শ ভি জে, সি সিয়ামপুইয়া, অনিকেত জমাতিয়া, মইরান থ্যাম সিং , ছংথাম সিং, নিনথাজাম সিং, মোঃ মোশারফ, প্রীতম সিং, ইয়ামি লঙ্ভা, টেলেম সিং , চেষ্টার লন্ডন, আব্দু কে, মনোজিৎ সিং বড়ুয়া, সেনবা ভ্যাম, অমিত জমাতিয়া, অজয় দেববর্মা, এলটন ডার্লং। অনুষ্ঠানে স্পন্সর সুজয় রায়কে সংবর্ধনা জানানো হয়। স্বাগত ভাষণ রাখেন ক্লাবের সভাপতি বাসুদেব চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্লাবের সম্পাদক পার্থসারথি গুপ্ত, প্রাক্তন সভাপতি কৃষ্ণ কমল বণিক সহ ক্লাবের বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা বৃন্দ এবং ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *