টিএসএন ডেস্ক,১১ জুন।।
ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবলে এ বছর ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবকে নেতৃত্ব দেবেন জয় কিষান ঘোষ। বুধবার ক্লাবের অফিস বাড়িতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্লাব সচিব দেবপ্রসাদ দত্ত। এবছর গড়া হয়েছে লড়াকু দল। এমনই দাবি ক্লাব কর্তাদের। দলে রয়েছে ভিন রাজ্যের দুজন ফুটবলার। ওই ফুটবলাররা হলেন কৌশিক দাস এবং রজনীকান্ত সিনহা। কর্মকর্তা থেকে কোচ সকলেই মরশুমে ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী। সাংবাদিক সম্মেলনে ক্লাব সচিব দেবপ্রসাদ দত্ত স্পষ্টভাবেই বলেন, বিশ্বাস করি ক্লাবের ঐতিহ্য বজায় রাখবে দলীয় ফুটবলাররা। খেলায় হার-জিত থাকবেই, তবে ফুটবলাররা নিজেদের সেরা খেলাটা মাঠে তুলে ধরবেই। এবং ফুটবল প্রেমীদের ভালো খেলা উপহার দেবে। কোচ ইন্দ্রজিৎ সূত্রধর আসরে সাফল্য পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে বীরেন্দ্র ক্লাব খেলবে চ্যাম্পিয়ন এর অন্যতম দাবীদার দল ঐকতান যুব সংস্থার বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। প্রতিপক্ষ শক্তিশালী দল হলেও ঘাবরাচ্ছেন বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। সকলেই চাইছেন নিজের সেরাটা নিংড়ে দিয়ে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে। এ কথা জানান কোচ ইন্দ্রজিৎ সূত্রধর। এবছর ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের জার্সি পড়ে খেলবেন অমরজিৎ দেববর্মা, বয়ার দেববর্মা, বিপুল দেববর্মা, বিরু দেববর্মা, ব্রিকসন ত্রিপুরা, চিরঞ্জয় রিয়াং, জয় কিষান ঘোষ, কৌশিক দাস, লাল নুন ডার্লং, নান্টু রিয়াং, পল্টু চৌধুরী, প্রসন্ন দেববর্মা, রজনীকান্ত সিনহা, শুভ শুক্ল বৈদ্য, সুরঞ্জিত নোয়াতিয়া, অ্যালটন ডার্লং, ভিক্টর লাল দিন লিয়ানা, জাকারিয়া লাই বিয়াক ফেলা, দেবরাজ জমাতিয়া, কেলভিন ডার্লং, জুভিল দেববর্মা, গ্যাব্রিয়েল ত্রিপুরা এবং বিকি দেববর্মা। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সুদীপ দাশগুপ্ত এবং যুগ্ম সচিব অমিত দেব। এবছর ক্লাবের সাদা-লাল জার্সি স্পনসর করেছে আদি ফিস সেন্টার। ক্লাবের হয়ে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন জয়দীপ রায়।
#Tripura #Agartala #Football #B- division #JM
Tripura Football: কাল মাঠে নামবে ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাব। প্রতিপক্ষ শক্তিশালী ঐকতান যুব সংস্থা।
