টিএসএন ডেস্ক, ৩১মে।।
এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ইউ বি এস টি-র। শেষ পর্যন্ত কেশব সংঘের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লেন বিশাল সাহা-র ছেলেরা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত শুক্রবার বিকেলের ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। বৃহস্পতিবার রাত থেকেই মুষলধারে বৃষ্টির ফলে উমামান্ত মাঠের অ্যাস্টো টার্ফ পিচ্ছিল হয়ে পড়ে। ফলে গ্রুপের নিচে সারিতে থাকা দু’দলের ফুটবলাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। অজস্র মিস পাশে ভরা ছিল ম্যাচটি। একসময় ম্যাচটি বিরক্তি কর হয়ে উঠেছিল। ম্যাচ শুরুর ২৮ মিনিটের মাথায় হাইচুন রাম হালাম গোল করে গিয়ে দেন ইউ বি এস টি ক্লাবকে। গোল হজম করার পর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠেন কেশব সংঘের ফুটবলাররা। ৩২ মিনিটে কাউন্টার অ্যাটাকে গিয়ে আধি দেববর্মা সমতা ফেরান। এরপর দু-দলের ফুটবলাররাই আপ্রাণ চেষ্টা করলেও গোলের রাস্তা খুঁজে পাইনি। ভাংতে পারেননি বিপক্ষের রক্ষণভাগ। তবে এগিয়ে যাওয়ার মত সুযোগ পেয়েছিল দু-দলই। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি। শেষ পর্যন্ত অমীমাংসিত ভাবে শেষ হয় ম্যাচটি। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা।