টিএসএন ডেস্ক, ২৯ অগাষ্ট ।।
সুপার ফোরে ব্লাড মাউথ ক্লাব। গ্রুপ লিগে ৯ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে । শুক্রবার নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে কমলা- কালো দল পরাজিত করে জুয়েলস অ্যাসোসিয়েশনকে। এদিন পরাজিত হওয়ায় ৮ ম্যাচ থেকে ৮ পয়েন্ট পেয়ে ছিটকে গেলো জুয়েলস অ্যাসোসিয়েশন। আসরের শুরুতে জুয়েলস অনেকটা ভালো জায়গায় থাকলেও মাঝপথে ছন্দ হারিয়ে বসে বেকায়দায় পড়ে যায়। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে ব্লাড মাউথ ক্লাব ৩-০ গোলে পরাজিত করে জুয়েলস অ্যাসোসিয়েশনকে। সুপার ফোর নিশ্চিত করতে হলে জয় ছাড়া বিকল্প কোনও পথ ছিলো না এদিন রামনগরের ওই ক্লাবটির সামনে। তাই কমলা-গালো দলের ফুটবলাররা শুরু থেকেই বিপক্ষের উপর ঝঁাপান। প্রথম গোল পেতে ব্লাড মাউথ ক্লাবকে অপেক্ষা করতে হয় মাতর ১২ মিনিট। ব্লাড মাউথের হয়ে গোলটি করেন রতন বি সিং। এর ১০ মিনিট পর গোলের মধ্যে থাকা জাভেদ ডার্লং ব্যবধান বাড়ান। ৬৭ মিনিটে জুয়েলসের জালে শেষবার বল পাঠান ধনেশ্বর সিং। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা।
Tripura Football: জুয়েলসকে হারিয়ে সুপার ফোরে ব্লাড মাউথ।
