টিএসএন ডেস্ক, ২৬ মে।।
এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না সবুজ সংঘের। শেষ পর্যন্ত জম্পুইজলা প্লে সেন্টারের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হলো সবুজ সংঘকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সোমবার বিকেলের প্রথম ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। ম্যাচের শেষ দিকে অত্যাধিক আত্মতুষ্টির খেসারত দিতে হলো সবুজ সংঘ। নতুবা পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারতেন অর্ঘ্যদ্বীপ চক্রবর্তী-রা। মুষলধারে বৃষ্টির মধ্যে এদিন খেলার শুরু থেকে দুই দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। কিন্তু বৃষ্টি থাকায় আক্রমণে তেমন দানা বাধতে দেখা যায়নি। এমনকি বিপক্ষের বক্সে তেমনভাবে আক্রমণ লক্ষ্য করা যায় নি। প্রথমার্ধে দু-দলের ফুটবলাররা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেন আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন দুই দলের ফুটবলাররা। শুরু হয় ক্রমাগত আক্রমণ। ৮০ মিনিটে এলিয়া জামাতিয়ার গোলে এগিয়ে যায় সবুজ সংঘ। খেলা তখন শেষের পথে। জয় নিশ্চিত ভেবে কিছুটা আত্মতুষ্টিতে ভুগছিলেন সবুজ সংঘের ফুটবলাররা। এরই খেসারত দিতে হয়েছে দলকে। ৮৮ মিনিটে কৌতল জামাতিয়া দুরন্ত গোল করে ম্যাচের সমতা ফেরান। শেষ পর্যন্ত কোনও দল আর গোল করতে পারেননি। রেফারি আদিত্য দেববর্মা হলুদ কার্ড দেখান জম্পুইজলা প্লে সেন্টারের কিংকরমনি কলইকে।
#tripura #football #c – division #tsn
Tripura Football: জম্পুইজলা – সবুজ সঙ্ঘের ম্যাচ অমীমাংসিত।

ssztimwtkwqqxqjmxouhojilothptj