Tripura Cricket: সুপার লিগের স্বপ্ন অধরা কসমোপলিটনের।জয়ী হয়েও রানার্স ।

IMG 20250423 192841 2

টিএসএন ডেস্ক, ২৭এপ্রিল।।

       দুরন্ত জয়। তারপরও হাতছাড়া হলো খেতাব। রান রেইটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো কসমোপলিটন ক্লাবকে। ফলে এবারও সুপার ডিভিশনে খেলার স্বপ্ন অধরা রইলো কসমোপলিটন ক্লাবের কর্তাদের। শনিবার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে কসমোপলিটন ক্লাব চার উইকেটে পরাজিত করে ইউ বি এস টি কে। টসে জয়লাভ করে ইউ বি এস টি-‌র গড়া ৯৮ রানের জবাবে কসমোপলিটন ক্লাব চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের সৌরভ থুব্রিকর ৪৬ রান করেন। ম্যাচটির গুরুত্ব না থাকায় দলের বিনরাজ্যের ক্রিকেটারদের আগেই ছেড়ে দিয়েছিলো ইউ বি এস টি। ফলে শক্তি অনেকটাই কমে গিয়েছিলো ইউ বি এস টি-‌র। যার প্রভাব পড়েছে মাঠে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে ইউ বি এস টি ৯৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে পরমজিত ঘোষ ৪৭ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, সায়ন দাস ৩৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২১ এবং সুকান্ত রিয়াং ১৭ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন।  কসমোপলিটনের পক্ষে মনিস প্যাটেল ১০ রানে তিনটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ক্লাব ১০.২ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার সৌরভ থুব্রিকর ২৬ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং অঙ্কিত দাদ্বাল ১৬ বল খেলে সাতটি বাউন্ডারি সাহায্যে ২৮ রান করেন। ‌

#Tripura #Cricket #A- division #TSN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *