Tripura Cricket: শুভম ঘোষের দুর্দান্ত শতকে ওপিসির চালমান বধ। শীর্ষে ওপিসি সহ তিন দল।

IMG 20250320 191805 1

টিএসএন ডেস্ক, ২৪ এপ্রিল।।
          প্রথম ডিভিশন ক্রিকেটে খেতাব কোন্ দল জয় করবে তা নির্ভর করবে আসরের শেষ ম্যাচে। আপাতত ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়ে কসমোপলিটন ক্লাব, শতদল সংঘের সঙ্গে শীর্ষে রয়েছে ও পি সি। শেষ ম্যাচে কসমোপলিটন ক্লাব খেলবে ইউ বি এস টি-‌র বিরুদ্ধে এবং ও পি সি খেলবে শতদল সংঘের বিরুদ্ধে। ২৬ এপ্রিল হবে ম্যাচ দুটি। ওই ম্যাচের পরেই নির্ধারিত হবে এ বছর ঘোরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে কোন্ দল চ্যাম্পিয়ন এবং কোন্ রানার্স হয়েছে। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে ও পি সি ১৭৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে চলমান সংঘকে। পুলিশ ট্রেনিং একাডেমির মাঠে ও পি সি-‌র গড়া ২৭৯ রানের জবাবে চলমান সংঘ মাত্র ১০৩ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শুভম ঘোষ শতরান করেন। এছাড়া বিজয়ী দলের অর্জুন ভরদ্বাজ চার উইকেট দখল করেন। এদিন সকালে চলমান সংঘের অধিনায়ক সম্রাট সিনহা টসে জয়লাভ করে ও পি সি-‌কে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ও পি সি নির্ধারিত ওভারে ২৭৯ রান করে। একসময় একত্রিশ রানে তিন উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিল ও পি সি। ওই অবস্থায় দলকে টেনে তোলার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দলনায়ক শুভম ঘোষ। শুভম-‌কে যোগ্য সঙ্গ দেন ত্রিপুরা রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার নিরুপম সেন চৌধুরী। ওই দুজন ঠান্ডা মাথায় ব্যাট করে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। নিরুপম ৫৪ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে বাহান্ন রান করে আউট হলেও অপর প্রান্তে রুখে দাঁড়ান শুভম। শেষ পর্যন্ত ১১৯ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ১০০ রান করে আউট হয়েছেন শুভম। এছাড়া দলের পক্ষে রাহুল চন্দ্র সাহা ৫০ বল খেলে একটি বাউন্ডারির সাহায্য ৩৯, অঙ্কিত সিং ১৫ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। চলমান সঙ্ঘের পক্ষে দেবপ্রসাদ সিনহা ৪৩ রানে পাঁচটি, দেবত্তোম ঘোষ ৪৮ রানে তিনটি এবং প্রিন্স প্যাটেল ৩৯ রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে চলমান সংঘ একশো তিন রানে গুটিয়ে যায়। দলের পক্ষে দেবপ্রসাদ সিনহা ৪৭ বল খেলে সাতটি বাউন্ডারি সাহায্যে ৩৮, প্রিন্স প্যাটেল ৩৮ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৫, সম্রাট সিনহা ৮ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং দেবত্তোম ঘোষ ১৪ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ও পি সি-‌র পক্ষে অর্জুন ভরদ্বাজ ২৪ রানে চারটি, অভিজিৎ চক্রবর্তী কুড়ি রানে এবং অভিজিৎ দেববর্মা ২৫ রানে দুটি করে উইকেট দখল করেন। ‌

#Tripura #Cricket #A- divison #tsn


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *