টিএসএন ডেস্ক,৩ জুলাই।।
আবারও বৃষ্টির থাবা। বৃষ্টির থাবায় মাঝপথে পরিত্যক্ত হলো ম্যাচ। শুক্রবার রিজার্ভ ডে তে পুনরায় হবে ম্যাচটি। এদিন গন্ডছড়া মহকুমার মুখোমুখি হয়েছিল আমবাসা মহকুমা। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। দুদলের কাছে ম্যাচটি নিয়ম রক্ষার। আমবাসার চার ম্যাচ খেলে পয়েন্ট ছয় এবং গন্ডা ছড়ার ৪ ম্যাচ খেলে পয়েন্ট ছয়। ফলে কোনও দলেরই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই। এদিন সকালে পৌঁছে জয়লাভ করে গন্ডাছড়া ৩৩ ওভারে তিন উইকেটে ১৪১ রান করার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। যতক্ষণ খেলা হয়েছিল তাতে গন্ডাছড়ার পক্ষে সমীর সাহা, ৪৪ বল খেলে একটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪, শেখর দেব ২৭ বল খেলে পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং সমীর ত্রিপুরা ১০৭ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। আমবাসা মহকুমার পক্ষে উত্তম কলই ৩৬ রানে দুটি উইকেট দখল করেন।