টিএসএন ডেস্ক,২৭ এপ্রিল।।
ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করতে আজ মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ মেঘালয়। গুয়াহাটির এনেক্স ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম বর্ষ পূর্বোত্তর লিটল মাস্টার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায়। গ্রুপ লিগে অপ্রতিরোধ্য ছিল ত্রিপুরা। গ্রুপে টানা তিন ম্যাচে অনায়াসেই জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল ত্রিপুরা। জয়ের সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে রাজ্য দল। সেই লক্ষ্যে রবিবার শেষ প্রস্তুতি সেরে নাই শ্রীমন দেবনাথ-রা। এদিন প্রায় আড়াই ঘণ্টা অনুশীলন করে ত্রিপুরার ক্রিকেটাররা। ওই রাজ্যের পদ্মারাম বাড়ালি খেল পাথর গ্রাউন্ড মাঠে এদিন হয় অনুশীলন। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করে শ্রেষ্ঠাংশু দেব-রা। ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করতে যথেষ্ট আত্মবিশ্বাসী ত্রিপুরার ক্রিকেটাররা। এদিন অনুশীলন শেষে গুয়াহাটি থেকে ত্রিপুরার কোচ অলক দেববরায় বলেন, আমার ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী মেঘালয় জয় করা নিয়ে। তবে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। সকলেই চাইছে নিজের সেরাটা নিংড়ে দিয়ে জয় ছিনিয়ে নিতে। বিশ্বাস করি, ছেলেরা হতাশ করবে না। দলকে ফাইনালে তুলেই মাঠ ছাড়বে। গ্রুপের শেষ ম্যাচে যে খেলাটা ছেলেরা খেলেছিল তার থেকে ভালো খেলতে হবে আমাদের। মেঘালয় যথেষ্ট ভালো দল। আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে। সকলে চাইছে নিজেদের সেরা খেলাটা নিংড়ে দিয়ে দলকে জয় এনে দিতে। ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করে নিতে।
#Tripura #Cricket #little #Master #tournament #tsn