টিএসএন ডেস্ক,২৩ এপ্রিল।।
সহজেই সেমিফাইনালে উঠলো ত্রিপুরা। টানা দুই ম্যাচে জয়লাভ করে। অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত লিটল মাস্টার অনুর্ধ ১৪ ছোটদের ক্রিকেট আসরে। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা হেলায় পরাজিত করলো মনিপুরকে। বর্ষা পাড়ার এ সি এ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে মণিপুরের গড়া ১৩৬ রানের জবাবে ত্রিপুরা কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। প্রথম ম্যাচে শতরান করা শ্রেষ্ঠংশু দেব এদিন অর্ধশত রান করে। শ্রেষ্ঠাংশু বুঝিয়ে দেয় সেই লম্বা রেসের ঘোড়া। এ দিন সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়ক শ্রীমন দেবনাথ প্রথমে মনিপুরকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ত্রিপুরার রিহান আক্তারের বিধ্বংসী বোলিং মনিপুর ১৩৬ রানে গুটিয়ে যায়। ত্রিপুরার বোলারদের দাপটে শুরু থেকে মনিপুরের ইনিংস ছিলো নড়বড়ে। দলের পক্ষে ওপেনার টাইরাস চাবুং ৬৬ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৯, কে এইচ ফিরদোস চল্লিশ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩২ এবং সগৎপম তেলহাইবা ৫৩ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায়ে ২৪ রান। ত্রিপুরার পক্ষে রিহান আক্তার ২২ রানে ৫ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ত্রিপুরা দুই ওপেনার শ্রেষ্ঠাংশু দেব এবং শ্রীমন দেবনাথ দুরন্তভাবে খেলা শুরু করে। শুরু থেকেই দুই ব্যাটসম্যান স্কোরবোর্ড সচল রাখার দিকে নজর দেয়। শ্রীমন থেকে শ্রেষ্ঠাংশু ছিল কিছুটা মারমুখী। দলীয় ৯৭ রানের মাথায় নিজের অর্ধশতরান পূরণ করে শ্রেষ্ঠাংশু। ওই দুটি অপরাজিত থেকে শেষ পর্যন্ত ত্রিপুরাকে জয় এনে দেয়। ত্রিপুরা ৩৬.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শ্রীমন ১১৫ বল খেলে নয়টি বাউন্ডারির সাহায্যে ৬৩ রানে এবং শ্রেষ্ঠাংশু ১০৩ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৬২ রানে অপরাজিত থেকে যায়।
#Little #Master #Cricket# tournament# Guwahati# semifinal #Tripura