Tripura Cricket : কেসিএ-র থিম্মাপিয়া টুর্নামেন্ট: বেঙ্গালুরুর উদ্দেশ্যে রাজ্য দল।
  

IMG 20250523 003358

টিএসএন ডেস্ক, ১লা সেপ্টেম্বর।।
      কর্ণাটক ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্ট। এতে অংশ নিতে রাজ্যের সিনিয়র ক্রিকেটাররা এখন বেঙ্গালুরুতে। সোমবার-ই রওনা হয়ে রাজ্য দল বেঙ্গালুরুতে পৌঁছেছে। খেলবে ড. (ক্যাপ্টেন) কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে বলে আগেই স্থির হয়েছিল। সে অনুযায়ী ২২ সদস্য বিশিষ্ট রাজ্য দল সেখানে রিপোর্ট করেছে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে এই আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্ট। ত্রিপুরা দলকে নেতৃত্ব দেবে বিক্রম কুমার দাস। ডেপুটির ভূমিকায় রয়েছেন অভিজিৎ সরকার। বহিঃরাজ্যের তিন পেশাদার ক্রিকেটারকেও অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্য দলে। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আমন্ত্রণ মূলক এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬ টি রাজ্য দল, চারটি গ্রুপে খেলবে। লীগ পর্যায়ে প্রতিটি গ্রুপ থেকে সেরা দলগুলো মূল পর্বে খেলবে। টুর্নামেন্টের কিছু ম্যাচ বেঙ্গালুরুর পাশাপাশি মাইশোরেও অনুষ্ঠিত হবে। ‌রাজ্য দলের খেলোয়াড়রা হলেন: বিক্রম কুমার দাস (অধিনায়ক), শ্রীদাম পাল, আনন্দ ভৌমিক, ঋতুরাজ ঘোষরায়, সেন্টু সরকার, তেজস্বী জয়সওয়াল, শঙ্কর পাল, শুভম ঘোষ, বিক্রম দেবনাথ, ইন্দ্রজিৎ দেবনাথ, অমিত আলি, সন্দীপ সরকার, বাবুল দে, অভিজিৎ দেববর্মা, অভিজিৎ সরকার (সহ-অধিনায়ক), পারভেজ সুলতান, অজয় সরকার, চিরঞ্জিত পাল, হনুমা বিহারী, বিজয় শংকর, স্বপ্নীল সিং। চিফ কোচ পি ভি শশীকান্ত, অ্যাসিস্ট্যান্ট কোচ দেবব্রত চৌধুরী ও অনিরুদ্ধ সাহা, ফিজিও রবীন্দ্র কুমার, প্রশিক্ষক যুবরাজ সালভি ও জয়ন্ত দেবনাথ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *