টিএসএন ডেস্ক,১২ জুলাই।।
ফাইনাল ১৪ জুলাই। খেতাবি দখলের লড়াইয়ে মুখোমুখি হবে সদর এবং বিশালগড় মহকুমা। বৃষ্টির জন্য স্থগিত রাখা হয়েছিল ফাইনাল ম্যাচটি। রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। বৃষ্টি কমতেই ফাইনাল ম্যাচে সূচি ঘোষণা করলো রাজ্য ক্রিকেট সংস্থা। খেতাবী ম্যাচটি হবে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে। বৃষ্টির জন্য যদি ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে ১৫ জুলাই রিজার্ভ ডে তে হবে ফাইনাল ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে আসরের ক্রীড়া সূচি ঘোষণা করেন। এদিকে প্লেট গ্রুপের শেষ ম্যাচটি অমরপুর এবং কাঞ্চনপুর খেলবে ১৪ জুলাই। অমরপুরের রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ১৭ এবং ১৯ জুলাই হবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে। ২১ জুলাই হবে ফাইনাল ম্যাচ। কোনও কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ২২ জুলাই। ধর্মনগর কলেজ স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকে সূচি ঘোষণা করা হয়েছে।
Tripura Cricket: ১৪ জুলাই রাজ্য সিনিয়র ক্রিকেটের খেতাব যুদ্ধ।
