Tripura Cricket: অমিমাংশিত ভাবেই শেষ হচ্ছে শতদল-‌ স্ফুলিঙ্গ ম্যাচ।

IMG 20250423 192841 2

টিএসএন ডেস্ক, ২০ মে।।
         দ্বিতীয় দিনে হলো মাত্র ২৬.১ ওভার। মুষলধারে বৃষ্টির জন্য দিনের বেশিরভাগ সময় খেলা থাকে বন্ধ। ফলে নিশ্চিত অমিমাংশিত ভাবে শেষ হতে চলেছে শতদল সংঘ এবং স্ফুলিঙ্গ ক্লাবের ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লীগ ক্রিকেট আসরে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে শতদল সংঘের ব্যাটসম্যানরা। মঙ্গলবার ২৬.১ ওভার ব্যাট করে শতদল সংঘ যোগ করে ৯৭ রান। প্রথম দিনের অপরাজিত ব্যাটসম্যান সেন্টু সরকার এবং তেজস্বী জশোয়াল শুরু থেকেই স্কোরবোর্ড সচল রাখার দিকে নজর দেন। সেন্টু ১৫৯  বল খেলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৭৬ এবং তেজস্বী ৬৬ বল খেলে ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। এরপরই দ্রুত রান তোলার দিকে নজর দেন অরিন্দম বর্মন। বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন অরিন্দম ৩৬ বল খেলে ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ৬৯.১ ওভার ব্যাট করে শতদল সংঘ ৪ উইকেট হারিয়ে ২৪৬ রান করে। স্ফুলিঙ্গ ক্লাবের পক্ষে শুভম ঘোষ, অপূর্ব বিশ্বাস, তুষার সাহা এবং বিজয় রায় ১টি করে উইকেট দখল করেন।‌
#tripura #cricket # a- division #tsn।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *