টিএসএন ডেস্ক,২৬ জুন।।গুরুত্বপূর্ণ ম্যাচ শুক্রবার। তাতে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল সদর মহকুমা এবং তেলিয়ামুরা মহকুমা। নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমী মাঠে মুখোমুখি হবে দুই দল। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। দু দলই আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করেছিলো। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে যেতে দু দলই চাইছে জয়ের ধারা অব্যাহত রাখতে। শক্তির বিচারে তেলিয়ামুড়া থেকে কিছুটা হলেও এগিয়ে মাঠে নামবে সদর মহকুমা। তবে শেষ ম্যাচে তেলিয়ামুড়া মহকুমার শুভম ঘোষ যে পারফরম্যান্স করেছিলেন তাতে সদর কোচের কপালে কিছুটা ভাঁজ থাকবে। দু দলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। দু দলেই রয়েছে এক ঝাঁক ত্রিপুরার হয়ে খেলা ক্রিকেটার। ফলে ২২ গজে ব্যাটে-বলের লড়াই জমজমাট হবে এমনই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। অপরদিকে মেলাঘরের শহিদ কাজল ময়দানে মুখোমুখি হবে এলিট গ্রুপের অপর শক্তিশালী দল উদয়পুর এবং শান্তির বাজার মহকুমা। উদয়পুর প্রথম ম্যাচে প্রত্যাশিতভাবে জয় পেলেও হেরে গিয়েছিলো শান্তিরবাজার মহকুমা। ফলে উদয়পুরের লক্ষ্য যেমন থাকবে জয়ের ধারা অব্যাহত রাখতে, তেমনি ঘুরে দাঁড়াতে মরিয়া শান্তিরবাজার মহকুমার ক্রিকেটাররা। ক্রিকেটপ্রেমীরা বিশ্বাস করেন দুটি ম্যাচই হবে জমজমাট।
গুরুত্বপূর্ণ ম্যাচ শুক্রবার। তাতে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল সদর মহকুমা এবং তেলিয়ামুরা মহকুমা। নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমী মাঠে মুখোমুখি হবে দুই দল। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। দু দলই আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করেছিলো। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে যেতে দু দলই চাইছে জয়ের ধারা অব্যাহত রাখতে। শক্তির বিচারে তেলিয়ামুড়া থেকে কিছুটা হলেও এগিয়ে মাঠে নামবে সদর মহকুমা। তবে শেষ ম্যাচে তেলিয়ামুড়া মহকুমার শুভম ঘোষ যে পারফরম্যান্স করেছিলেন তাতে সদর কোচের কপালে কিছুটা ভাঁজ থাকবে। দু দলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। দু দলেই রয়েছে এক ঝাঁক ত্রিপুরার হয়ে খেলা ক্রিকেটার। ফলে ২২ গজে ব্যাটে-বলের লড়াই জমজমাট হবে এমনই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। অপরদিকে মেলাঘরের শহিদ কাজল ময়দানে মুখোমুখি হবে এলিট গ্রুপের অপর শক্তিশালী দল উদয়পুর এবং শান্তির বাজার মহকুমা। উদয়পুর প্রথম ম্যাচে প্রত্যাশিতভাবে জয় পেলেও হেরে গিয়েছিলো শান্তিরবাজার মহকুমা। ফলে উদয়পুরের লক্ষ্য যেমন থাকবে জয়ের ধারা অব্যাহত রাখতে, তেমনি ঘুরে দাঁড়াতে মরিয়া শান্তিরবাজার মহকুমার ক্রিকেটাররা। ক্রিকেটপ্রেমীরা বিশ্বাস করেন দুটি ম্যাচই হবে জমজমাট।