টিএসএন ডেস্ক ,২৬ জুন।।
জয় দিয়ে আসর শুরু করলো কৈলাসহর মহকুমা। নিজেদের প্রথম ম্যাচে বিধ্বস্ত করলো শান্তিরবাজার মহকুমাকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে কৈলাসহর ১৬৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে শান্তিরবাজার মহকুমাকে। এ দিন সকালে প্রথমে ব্যাট করতে নেমে কৈলাসহর মহকুমা ২৮৫ রান করে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে। দলের পক্ষে মোহাম্মদ আলবাহার ১১০ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারির সাহায্যে ৯১, দেবপ্রসাদ সিংহা ৫২ বল খেলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯, অর্কপ্রভ সিনহা ৪৭ বল খেলে দুটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, সিন্টু সরকার ৩৪ বল খালি চারটি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং অভিক পাল ১০ বল খেলে তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। শান্তিরবাজার মহকুমার পক্ষে আরিফ মিঁয়া ৬টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে দেবপ্রসাদ সিনহা-র ভেলকিতে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় শান্তিরবাজার মহকুমা। দলের পক্ষে জনক রিয়াং ৩১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, অপূর্ব বিশ্বাস ৫০ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং রাহুল হোসেন ৩২ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ১৮ রান করেন। কৈলাসহর মহকুমার পক্ষে দেবপ্রসাদ সিনহা ২৮ রানে ৫ টি উইকেট দখল করেন।
Tripura Cricket: দেবপ্রসাদের অলরাউন্ড পারফরম্যান্স জয়ী কৈলাসহর ।
