টিএসএন ডেস্ক, ১৪ জুন।।
ফাইনালে হেনরি ডিরোজিও একাডেমির বিরুদ্ধে খেলবে হোলিক্রস স্কুল। ১৫ জুন হবে আসরের ফাইনাল ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত স্কুল ক্রিকেটে। এ নিয়ে দ্বিতীয় বার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো হোলিক্রস স্কুল। গেলোবছর ফাইনালে প্রগতি বিদ্যাভবনের কাছে পরাজিত হয়েছিল হোলিক্রস স্কুল। এবছর খেতাব জয় করতে মরিয়া দলীয় ক্রিকেটাররা। শুক্রবার উত্তেজনা পূর্ণ আসরের দ্বিতীয় সেমিফাইনালে শেষ বলে জয় পায় হোলিক্রস স্কুল। ৫ উইকেটে পরাজিত করে শ্রীকৃষ্ণ মিশন স্কুলকে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দেবজ্যোতি পালের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পায় হোলিক্রস স্কুল। এদিন দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীকৃষ্ণ মিশন স্কুল নির্ধারিত কুড়ি ওভারে দুই উইকেট হারিয়ে ১৫০ রান করে। দলের পক্ষে মাহিন চৌধুরী ৪৬ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৪৯ রানে এবং ময়ূখ চৌধুরী ৩৬ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভারবাউন্ডারির সাহায্যে ৪২ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে শঙ্খনীল সেনগুপ্ত ২৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৯ রান। জবাবে খেলতে নেমে হোলিক্রস স্কুল শেষ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দেবজ্যোতি পাল ৫৮ বল খেলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৮ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে মাহির্নব লস্কর ৩৫ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩৮ এবং অঙ্কন চন্দ্র কুড়ি বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে কুড়ি রান করে। দল অতিরিক্ত খাতে প্রায় ১৪ রান।
Tripura Cricket: শ্রীকৃষ্ণ মিশনকে হারিয়ে ফাইনালে হলিক্রস, শিরোপা দখলের লড়াইয়ে প্রতিপক্ষ হেনরি ডিরেজিও।
