টিএসএন ডেস্ক, ১জুন।।
অপরাজিত চ্যাম্পিয়ন হলেন কিংশুক দেবনাথ। শান্তিকামি সংঘ আয়োজিত প্রথম বর্ষ প্রাইজমানি ব্লিটস দাবা প্রতিযোগিতায়। রবিবার বুদ্ধমন্দিরস্থিত ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আসরটি। তাতে অংশ নিয়েছিলেন ৬৭ জন দাবাড়ু। ৮ রাউন্ডে ওই আসরে পুরো ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন কিংশুক দেবনাথ। ৭ পয়েন্টে দ্বিতীয় স্থান দখল করে শাক্য সিনহা মোদক। ৬ পয়েন্ট ভোকলসে তৃতীয় থেকে অষ্টম স্থান দখল করে যথাক্রমে অগ্রজিৎ পাল, আরাধ্যা দাস, উমাশঙ্কর দত্ত, দিগন্ত রায়, দেবাঙ্কুর ব্যানার্জি এবং অনুরাগ ভট্টাচার্য। সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে ভোকলসে নবম এবং দশম স্থান দখল করে যথাক্রমে আয়ুষ সাহা এবং আন্তরীপ আচারিয়া। প্রথম কুড়িজন দাবাড়ুকে পুরস্কৃত করা হয়। এছাড়া বয়স ভিত্তিক বিভাগেও দাবাড়ুদের পুরস্কৃত করা হয়। আসরে অনূর্ধ্ব-৭ বিভাগে দক্ষিণী নাগ, কৃত্তিকা চক্রবর্তী,ডোঙ্গল দেববর্মা,অনূর্ধ্ব-৯ বিভাগে শুভায়ন দাস,আইজাক দেববর্মা,রোহিল সাহা,অনূর্ধ্ব-১১ বিভাগে প্রতিরূপ পাল, আদ্যা দাউ, রোহন পাটারি, অনূর্ধ্ব-১৩ বিভাগে ত্রিশনায়ন চক্রবর্তী,রুদ্রনীল দেবনাথ, অর্ণব দাস, অনূর্ধ্ব-১৫ বিভাগে রুশল সরকার, দেবাঞ্জন দে,স্বস্তিক মজুমদার, ভেটারেন্স পুরুষ বিভাগে প্রদীপ কুমার দেবনাথ মহিলা বিভাগে সুলেখা দাস,নাজ দত্ত চৌধুরি এবং সেরা শান্তিকামি সঙ্ঘের দাবাড়ু হিসাবে পুরস্কৃত হয়েছেন অরূপ সিনহা। শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসর পরিচালনা করেন পান্না আহমেদ।
#Tripura#Sports#Chess#TSN
Tripura Chess: ব্লিটস দাবা অপরাজিত চ্যাম্পিয়ন কিংশুক।
