Tripura Athletics: সম্পন্ন হলো রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স

IMG 20250511 WA0002

টিএসএন ডেস্ক ১১ মে।
         ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্য মাস্টার্স অ্যাথলিটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ। বাধারঘাটে নবনির্মিত সিন্থেটিক ট্র্যাকে দারুন ব্যবস্থাপনায় উদ্যোক্তারা ভূয়ষী প্রশংসা কুড়িয়েছেন। মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ, রবিবার ২৩তম স্টেট লেভেল মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৪-২৫  বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেডিয়ামে নবনির্মিত সিন্থেটিক ট্র্যাকে অনুষ্ঠিত হয়েছে। রাজ্য ক্রীড়া আঙিনায় সাড়া জাগানো এই একদিনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। পাশাপাশি সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ,  জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, রাজ্য বিধানসভার সদস্যা মিনা রানী সরকার, অন্তরা সরকার দেব, খেলো ইন্ডিয়া সাই ত্রিপুরা এক্সিলেন্স সেন্টারের হাইপারফরম্যান্স ডিরেক্টর সূর্যকান্ত পাল প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণ রাখেন সংস্থার কার্যকরী সভাপতি তপন ভট্টাচার্য। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি পঙ্কজ বিহারী সাহা। সারা রাজ্য থেকে দেড়-শতাধিক মাস্টার্স অ্যাথলেট এবারকার আসরে অংশ নিয়েছেন। প্রকৃতপক্ষে এটি একটি রেকর্ড। উল্লেখ্য, মোট ৬৮ টি ইভেন্টে দুই শতাধিক পদকের লড়াই ঘিরে আজ সারাদিন  বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে নবনির্মিত সিন্থেটিক ট্র্যাক যেন একদিনের জন্য ক্রীড়া উৎসবের আকার ধারণ করে। প্রতিটি ইভেন্ট শেষে বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকে সম্মানিত করা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিত্ব ও জাতীয়, আন্তর্জাতিক স্তরে পদক জয়ী এথলেটদের সংবর্ধিত করা হয়েছে। উদ্যোক্তা মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার ‌পক্ষ থেকে অর্গানাইজিং সেক্রেটারি নিখিল সাহা এবং জেনারেল সেক্রেটারি আশীষ পাল প্রমূখ সংশ্লিষ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

#Tripura#Masters#Athletics#TSN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *