স্পোর্টস ডেস্ক,তেলিয়ামুড়া,১৮ জুন।।
মহকুমার সেরা নেতাজি স্মৃতি সংঘ। ত্রিপুরার রঞ্জি দলের অন্যতম অলরাউন্ডার শুভম ঘোষের হাত ধরে। শুভমের অলরাউন্ড পারফরম্যান্সে ৯৭ রানে পরাজিত করে সপ্ত সিন্ধু দশ দিগন্ত-কে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। মঙ্গলবার নেতাজি নগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় খেতাব নির্ণায়ক ম্যাচটি। মুষলধারে বৃষ্টির ফলে মাঠের আউটফিল্ড ভিজে থাকায় এ দিন নির্ধারিত সময়ের অনেক পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ১৫-তে। দুপুরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে নেতাজি স্মৃতি সংঘ নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে বিশাল ১৯২ রান করে। দলকে পাহাড় সমান রানে পৌঁছে দিতে মুখ্য ভূমিকা নেন ত্রিপুরা রঞ্জি ট্রফি দলের অলরাউন্ডার শুভম ঘোষ। ২২ গজে ব্যাট হাতে রীতিমতো তান্ডব করেন শুভম। মাত্র ২২ বল খেলে সাতটি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন শুভম। এছাড়া দলের পক্ষে দুর্লভ রায় ১৬ বল খেলে একটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, মিন্টু দেবনাথ ১২ বল খেলে তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, শুভম দেব ১৮ বল খেলে একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, পৃথ্বীরাজ গোপ ৭ বল খেলে চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং কিংকর দেবনাথ ১৪ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১৭ রান করেন। সপ্তসিন্ধু দশ দিগন্তের পক্ষে বিশাল দেববর্মা ৪২ রানে তিনটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে সপ্তসিন্ধু দশ দিগন্ত মাত্র ৯৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শিবব্রত দেবনাথ ১৬ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, রনক দাস ১৩ বল খেলে একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং নকুল সাহা ১৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে প্রায় ১০ রান। নেতাজি স্মৃতি সংঘের পক্ষে পৃথ্বীরাজ গোপ ৭ রানে, অঙ্কুর দেবনাথ ১৪ রানে, শুভম ঘোষ ১৮ রানে এবং শুভঙ্কর দেবনাথ ২৪ রানে দুটি করে উইকেট দখল করেন। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়, পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার,মহকুমা ক্রিকেট সংস্থার সভাপতি বিমল রক্ষিত, সচিব নন্দন রায় এবং মহকুমার জার্ণালিস্ট ইউনিয়নের সচিব পার্থ সারথি রায়। ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের শুভম ঘোষ। আসরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের দুর্লভ রায়। এছাড়া আসরের সেরা ব্যাটসম্যান বিজয়ী দলের মিন্টু দেবনাথ (২৭৬ রান) এবং সেরা বোলার সপ্ত সিন্ধু দশ দিগন্তের বিশাল দেববর্মা (১২ উইকেট) পুরস্কৃত হয়েছেন।
Teliamura Cricket: শুভমের হাতধরে মহকুমার সেরা নেতাজি স্মৃতি সঙ্ঘ।
