
Tripura Cricket: শান্তিরবাজারকে পরাজিত করে প্রত্যাশিত ভাবেই সেমিতে খোয়াই।
টিএসএন ডেস্ক, ৩০ এপ্রিল।। প্রত্যাশিতভাবেই সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করল খোয়াই মহকুমা। তন্ময় মজুমদারের দুরন্ত বোলিংয়ে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খোয়াই মহকুমা ৭ উইকেটে পরাজিত করে শান্তিরবাজার মহকুমাকে। বিজয়ী দলের তনময় সূত্রধর চারটি উইকেট দখল করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে শান্তিরবাজার মহাকুমা ৩৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে।…