
Tripura karate: স্পোর্টস ক্যারাটেতে পশ্চিমের দাপট।
টিএসএন ডেস্ক, ১১ মে।। উৎসাহ এবং উদ্দীপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ষষ্ঠ রাজ্য স্পোর্টস ক্যারাটে প্রতিযোগিতা। রবিবার ধলেশ্বরে প্রান্তিক ক্লাবে অনুষ্ঠিত হয় রাজ্য আসর। সকাল সাড়ে ছয়টা থেকে আসর শুরু হলেও উদ্বোধন হয় দুপুর সাড়ে বারোটায়। উপস্থিত ছিলেন পূরপরিষদের চেয়ারম্যান সুখময় সাহা, ২৩ নং ওয়ার্ডের কর্পোরেটর মনি মুক্তা ভট্টাচার্য, ত্রিপুরা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি সরযু…