
Tripura judo: জেলা প্রতিযোগিতায় দাপট এন এস আর সি সি-র জুডোকারদের।
টিএসএন ডেস্ক, ১৮ জুন।। দাপট দেখালো এন এস আর সি সি-র জুডোকাররা। পশ্চিম জেলা জুডো প্রতিযোগিতায়। রবিবার এন এস আর সি সি-র জুডো হল ঘরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। তাতে এন এস আর সি সি-র পাশাপাশি মোহনপুর, এ ডি সি এবং ওল্ড আগরতলার জুডোকার-রা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস এবং পশ্চিম জেলার…