Tripura Football: অনূর্ধ্ব ২০ ফুটবল: মহারাষ্ট্রের কাছে ত্রিপুরার পরাজয়। ছিটকে গেলো গ্রুপ থেকে।
টিএসএন ডেস্ক,২০ মে।। পরাজয় দিয়েই রাজ্য ফিরছে ত্রিপুরা। মঙ্গলবার গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে মহারাষ্ট্রের কাছে পরাজিত হলো ত্রিপুরা। স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব ২০ বালকদের জাতীয় ফুটবল আসরে। ছত্তিশগড়ের রামকৃষ্ণ মঠ মাঠে এদিন সকালে হয় ম্যাচটি। প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে কার্যত ভেঙে পড়ে ত্রিপুরা। ওই অর্ধেই দুটি গোল হজম করে রাজ্য দল। আসরে চার ম্যাচ…

