Tripura Football: অসমের কাছে হেরে ভূত ত্রিপুরা।
টিএসএন ডেস্ক,৭ আগস্ট।। আসামে বিধ্বস্ত ত্রিপুরা। ওই রাজ্যের ডিপুতে অনুষ্ঠিত রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলা ফুটবলে। শনিবার সন্ধ্যায় কাঁছা স্টেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে গ্রুপের সবথেকে শক্তিশালী দল অসমের বিরুদ্ধে প্রথমার্ধের ত্রিপুরার ফুটবলাররা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে হাল ছেড়ে দেন। ম্যাচের শেষ ১০ মিনিটে ত্রিপুরা পাঁচটি গোল হজম করে। শেষ পর্যন্ত অসমের বিরুদ্ধে ত্রিপুরা পরাজিত হয়…

