Tripura Cricket: বিজয় মার্চেন্ট ট্রফিতে বড় স্কোর উত্তর প্রদেশের। চাপে ত্রিপুরা।
টিএসএন ডেস্ক,৮ ডিসেম্বর।। বড় স্কোর গড়তে চলেছে উত্তর প্রদেশ। ত্রিপুরার বিরুদ্ধে। শেষ বেলায় যদি ত্রিপুরার বোলাররা কিছুটা জ্বলে উঠতে না পারতো তাহলে রাজ্য দলের কাঁধে রানের বুঝা চাপাতো উত্তর প্রদেশ। শিমোগতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। সোমবার প্রথম দিনের শেষে উত্তর প্রদেশ ৯ উইকেট হারিয়ে ২৮৮ রান করে।একসময় ২৪৩ রানে ৫ উইকেট হারিয়ে…

