
Tripura Chess: গ্র্যান্ড মাস্টার দাবায় পূর্বোত্তরের তৃতীয় রাজ্যের কিংশুক।
টিএসএন ডেস্ক,১১ জুন।। গ্র্যান্ড মাস্টার দাবায় দুরন্ত সাফল্য পেলেন ত্রিপুরার কিংশুক দেবনাথ। ২১তম দিল্লি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার ‘বি’ ক্যাটাগরির খেলা শেষ হয় মঙ্গলবার। তাতে ১০ রাউন্ডে ৭ পয়েন্টে পূর্বোত্তরের তৃতীয় স্থান দখল করেন ত্রিপুরার কিংশুক। ৭ পয়েন্ট পেয়ে পূর্বোত্তরে প্রথম হয়েছেন অসমের ঋতুরাজ তামুলি এবং দ্বিতীয় হয়েছেন অসমের অম্লান মহন্ত। ১০ রাউন্ডের আসরে ছয়টি…