
Tripura Football: লাল থান পুইয়ার জোড়া গোলে বীরেন্দ্র’র স্কাইলার্ক বধ।
টিএসএন ডেস্ক, ১জুলাই।। জয় ফিরল বীরেন্দ্র ক্লাব। আপাতত ১২ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। মঙ্গলবার সন্ধ্যায় বীরেন্দ্র ক্লাব পরাজিত করে স্কাইলার্ক ক্লাবকে। ৩-০ গোলে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘ সোনার তরী ‘ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে এদিন অনুষ্ঠিত হয় ম্যাচটি। এদিন খেলার শুরু থেকে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন বীরেন্দ্র…