টিএসএন ডেস্ক, ১লা সেপ্টেম্বর।।
তিন দিনব্যাপী রাজ্য স্কুল সাঁতার প্রতিযোগিতা শুরু হবে মঙ্গলবার থেকে। মেলাঘরের সুইমিং পুলে ঝড় তুলবে ৮ জেলার পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস স্কুলের সাঁতারুরা। ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে সুইমিংপুল টিকে। মঙ্গলবার বিকেলে উদ্বোধনের পরে শুরু হয়ে যাবে পদক জয়ের লড়াই। এ দিকে আসরে অংশগ্রহণের জন্য পশ্চিম জেলার অনূর্ধ্ব ১৪,১৭ এবং ১৯ বিভাগের দল ঘোষণা করা হয়েছে। পশ্চিম জেলার সহকারী আধিকারিক শান্তনু সূত্রধর সাঁতারুদের নাম ঘোষণা করেন। ঘোষিত দলে রয়েছে: ( অনূর্ধ্ব ১৪ ),: সিদ্ধার্থ রায় চৌধুরী, নিখিল রিয়াং, সায়ন দাস, বিরাজ হোসেন, মেঘরাজ দত্ত বিশ্বাস, ইশান দাস, দিপায়ন জমাতিয়া, শ্রোতা রায়, অনন্যা পালিত, আরাধ্যা দেব, প্রিয়াংশী মন্ডল, সৃষ্টি দাস, জয়শ্রী দাস। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে : হৃদয় বর্মন, রোশন কুমার দাস, অনিকেত শীল, মেঘ রাজ দত্ত, কৃষ্ণ কুমার মাহাতো, পুরাশর ভট্টাচার্য, মেঘনীল দত্ত বিশ্বাস, পূর্ণিমা দাস, রশ্নি লোধ, অদ্রিতা দত্ত, অক্ষরা সরকার, মুক্তা দাস, শ্রীময়ী পাল, অনূর্ধ্ব ১৯ বিভাগে: রাজদীপ ভৌমিক, শুভঙ্কর চন্দ, তানিয়া দেব এবং পায়েল বিশ্বাস।
Tripura Swimming: মঙ্গলবার থেকে শুরু স্কুল সাঁতার।
