
Tripura Football: তৃতীয় ডিভিশন ফুটবল: গোলের বন্যা উমাকান্ত মিনি স্টেডিয়াম।এলেক্স একাই দিলেন ১০ গোল।
টিএসএন ডেস্ক, ১৪ মে।। গোলের বন্যা। উমাকান্ত মিনি স্টেডিয়াম। আর ওই গোলের বন্যায় ভাসলো আমরা কজনা। জম্পুই জলা প্লে সেন্টারের বিরুদ্ধে। পরাজিত হলো ১৪-১ গোলে। যা রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে মরশুমের সর্বোচ্চ গোল এক ম্যাচে। ম্যাচে হ্যাটট্রিক সহ ১০ টি গোল করেন বিজয়ী দলের এলেক্স দেববর্মা। মূলত এলেক্স এর কাছেই হার…