টিএসএন ডেস্ক,৯ জুন।।
প্রত্যাশিতভাবেই রাজ্য সেরা হলো পিতাম্বর দেবনাথ এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। রাজ্য অনূর্ধ্ব-১১ দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী রাজ্য দাবার আসর শেষ হয় রবিবার এন এস আর সি সি-রর দাবা হলঘরে। বালক বিভাগে ৫ রাউন্ডে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পিতাম্বর দেবনাথ। ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় থেকে পঞ্চম স্থান দখল করে যথাক্রমে শুভায়ন দাস, অভ্রনীল দে, অন্তরীপ আচারিয়া এবং আদ্রুষ কর্মকার। সাড়ে ৩ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করে রোহিল সাহা।

বালিকা বিভাগে ৫ রাউন্ডে পুরো ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। সাড়ে ৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে অবন্তিকা চক্রবর্তী। ৩ পয়েন্ট পেয়ে তৃতীয় থেকে সপ্তম স্থান দখল করে যথাক্রমে নাভ্যিয়াদে, অদ্রিজা সাহা, আদ্যা দেও, এস দিলসাদ এবং ঐশানি ভৌমিক। রাজ্য আসর থেকে জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করলো পিতাম্বর, শুভায়ন,আরাধ্যা এবং অবন্তিকা। আসর পরিচালনা করেন মিটন গোপ। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায়সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সংস্থার সচিব মিঠু দেবনাথ।
#Tripura #Sports #Chess #TSN