National Sports Day:  টেনিস কমপ্লেক্সে প্রদর্শনী ম্যাচের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবসের উদযাপন।

IMG 20250826 100742 1

টিএসএন ডেস্ক, ২৯ আগস্ট।।
      জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে মালঞ্চ নিবাস স্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে শুক্রবার  সকালে প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয় এবং তারপর এক ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই বিশেষ দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। উপস্থিত ছিলেন ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তড়িৎ রায়, সাধারণ সম্পাদক সুজিত রায়, সহ সম্পাদক অরূপ রতন সাহা, ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্য প্রমুখ।
তাছাড়া জাতীয় ক্রীড়া দিবসের এই বিশেষ দিনে ত্রিপুরা রাজ্যের টেনিস খেলোয়াড়রা বহিরাজ্যে গিয়ে আই টি এফ খেলায় অংশ গ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে ও পুরস্কার পেয়েছে যা সত্যিই আনন্দের বিষয়, ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন আশা করছে এই ভাবেই রাজ্যের টেনিস খেলোয়াড়রা এগিয়ে যাবে এবং আগামীদিনে ত্রিপুরার নাম  আরও বেশি উজ্বল করবে। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।


One thought on “National Sports Day:  টেনিস কমপ্লেক্সে প্রদর্শনী ম্যাচের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবসের উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *