Indian Cricket: ইংল্যান্ড সফরে ভারতীয় দলের নেতৃত্বে শুভমান, বাদ কোহলি – শামি।

Screenshot 2025 05 11 17 41 45 51 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক,১১ মে।।
          সদ্য টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসরের কথা জনিয়ে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এবার বিরাট কোহলিকেও আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে দলের বাইরে রেখেছে বিসিসিআই। আইপিএলে খারাপ পারফরমেন্সের জন্য ইংল্যান্ড সিরিজে দলের জায়গা হয়নি সীমার মোঃ শামির। জসপ্রীত বুমরাহ নেতৃত্ব দেবেন ভারতীর বোলিং লাইনকে। আগামী ২০ জুন থেকে ভারতীয় দলের ইংল্যান্ড সফর শুরু হবে এই সফরে ভারত পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা দখল করতে মুখিয়ে আছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে ভারতের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড।

screenshot 2025 05 11 17 40 15 04 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12565476446634505891
।বিরাট কোহলি ও মো: শামি।

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়াতে নতুন অধিনায়কের খোঁজ শুরু করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তারা টেস্ট ক্রিকেটের অধিনায়কের টুপি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তরুণ ব্যাটসম্যান শুভমান গিলের মাথায়। শুভমানের নেতৃত্বেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।   বিসিসিআইয়ের খবর অনুযায়ী, ইংল্যান্ড সফরে ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি এই মুহূর্তে ভারতীয় দলের সেরা সফল টেস্ট ব্যাটসম্যান।থাছেন কেএল রাহুল। ইংল্যান্ড সিরিজে জয়সওয়াল ও কেএল রাহুলই ভারতের ওপেনিং জুটি।দলে জায়গা পেয়েছেন সরফরাজ খান।

screenshot 2025 05 11 17 42 53 06 680d03679600f7af0b4c700c6b270fe75241624566667990209
।জসপ্রীত বুমরাহ।

বহুদিন পর টেস্ট দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। শেষবার তিনি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। পরবর্তী সময়ে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে শ্রেয়স আইয়ার বাদ পড়তে টেষ্ট দল থেকেও ছিটকে যান।

        গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের জন্য ভারত দুই উইকেট রক্ষককে নিয়ে যাবে ইংল্যান্ডে। একজন ঋষভ পন্থ। অপর জন ব্যাক আপ উইকেট রক্ষক ধ্রুব জুড়েল। অলরাউন্ডার হিসেবে দলে থাকছেন নিতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা , অক্ষয় পেটেল। ভারতের বোলিং আক্রমণে জসপ্রীত বুমরাহর সঙ্গে থাবেন মোহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং আকাশ দীপ।

#indian cricket team#england #test# series#TNS।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *