টিএসএন ডেস্ক,১৭ সেপ্টেম্বর।।
বিধ্বংসী মেজাজে ভারতীয় যুব ফুটবল দল। প্রথম ম্যাচেই মলদ্বীপকে ৬-০ চূর্ণ করে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে যাত্রা শুরু করেছে ভারত। এই আসরের ভারত শেষ বারের চ্যাম্পিয়ন। । মালদ্বীপের ম্যাচে ভারতের হয়ে জোড়া গোল করেছেন দাল্লামুয়ন গাংতে।
মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণের ঝড়ে মলদ্বীপকে নাজেহাল করে দেয় ভারতীয় দল। ১২ মিনিটে গাংতে
প্রথম গোল করে ভারতকে ১-০তে এগিয়ে দেয়। ২৯ মিনিটে ব্যবধান বাড়ান হৃষিকেশ মানবতি। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ভারতীয় দল। খেলা শুরু হওয়ার চার মিনিটের মধ্যে গোল করে ভারতকে ৩-০ গোলে এগিয়ে দেন কামগৌহাও। । ৫৮ মিনিটে গোল করেন ওয়াংখেরেকপাম ।১০ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন গাংতে। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে আজিম নজর ভারতের হয়ে ছয় নম্বর গোলটি করেন।ভারতের পরের ম্যাচ ভুটানের বিরুদ্ধে। আগামী ১৯ সেপ্টেম্বর।
Indian Football: সাফে ভারতের মালদ্বীপ বধ। পরবর্তী টার্গেট ভুটান।

