
স্পোর্টস ডেস্ক,১৪ মার্চ।।
আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত -ইংল্যান্ডের মধ্যে হাইভোল্টেজ টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতের জন্য এসেছে সুখবর । তবে ইংল্যান্ডের জন্য বিষয়টি খুবই দুঃখের। চোটের জন্য ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে যেতে হয়েছে ইংল্যান্ডের জোরে বোলার মার্ক উডকে। হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচার করেছেন ইংল্যান্ডের এই নির্ভরযোগ্য সীমার। মার্ক উড নিজেই তাঁর সমাজ মাধ্যমে পোস্ট করে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই চোট আঘাতে জর্জরিত ছিলেন মার্ক উড । আফগানিস্তানের বিরুদ্ধে তিনি পুরো ১০ ওভার বল করতে পারেননি। চোটের কারণেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাঠেই নামতে পারেননি উড । শেষ পর্যন্ত তাকে পাকিস্তান ছেড়ে ছুটে যেতে হয়েছিল দেশে। এবং করেছেন অস্ত্রোপচার। গত বছরও কনুইয়ের চোটের জন্য বেশ কিছু দিন আন্তর্জাতিক ক্রিকেট গণ্ডির বাইরে থাকতে হয়েছিল এই ইংরেজ ক্রিকেটারকে।