টিএসএন ডেস্ক,২৩ এপ্রিল।।
পঞ্চম জয় পেলো শতদল সংঘ। মঙ্গলবার অনেকটা অনায়াসেই শতদল সংঘ পরাজিত করলো দুর্বল বি সি সি-কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শতদল সংঘ ১৮১ রানে পরাজিত করে বি সি সি-কে। শতদল সংঘের গড়া ২৫৫ রানের জবাবে বি সি সি ৭৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেবরাজ দে শতরান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শতদল সংঘ ৪৩.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেন মিডল অর্ডার ব্যাটসম্যান দেবরাজ দে। দেবরাজ ৯৫ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৯ রান করেন। এছাড়া দলের পক্ষে শমসের যাদব ৫০ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৪৩, শুভম সূত্রধর ২৯ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, দ্বীপজয় দেব ১৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং রাহুল সূত্রধর ১৩ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় কুড়ি রান। বি সি সি-র পক্ষে এন এস সচিন ৬৭ রানে তিনটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে পার্থ চন্দনের ভেলকিতে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় বি সি সি। দলের পক্ষে অর্কজিৎ দাস ৪৪ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং কৃতিদীপ্ত দাস ২১ বল খেলে দশ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। শতদল সংঘের পক্ষে পার্থ চন্দন ২৩ রানে চারটি এবং শমসের যাদব ১৪ রানের দুটি উইকেট দখল করেন। আসরে ৬ ম্যাচ খেলে পাঁচটি ম্যাচে জয়লাভ করল শতদল সংঘ।
#tripura #cricket #a- division #tsn #
Tripura Cricket: দেবরাজের শতরানে পঞ্চম জয় শতদল সঙ্ঘের।
