Tripura Cricket: এস টি পলস স্কুলের কাছে বড়দোয়ালীর আত্মসমর্পন।

Screenshot 2025 05 23 00 24 15 85 680d03679600f7af0b4c700c6b270fe7 1

টিএসএন ডেস্ক,১১ জুন।।
       দাপটের সঙ্গে খেলে সেমিফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করলো এস টি পলস স্কুল। গুলশান রিয়াং-‌ এর অলরাউন্ড পারফরম্যান্স এবং আয়ুষ মন্ডলের ঝড়ো ব্যাটিংয়ে। বুধবার এসটি পলস স্কুল আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ৮০ রানে পরাজিত করে বড়দোয়ালী স্কুলকে। বিজ‌য়ী দলের গুলশান প্রথমে ব্যাট হাতে ৬৯ রান করার পর বল হাতে তিন উইকেট দখল করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে এস টি পলস স্কুল নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২০৫ রান করে। ওপেনিং জুটিতে ৭২ বল খেলে ৯৯ রান যোগ করে বিপ্রদীপ রুদ্রপাল এবং গুলশান। শেষ ৫ ওভারে ২২ গজের ঝড় তুলে আয়ুষ মন্ডল। শেষ পাঁচ ওভারে দল যোগ করে ৮৮ রান। দলের পক্ষে আয়ুষ মন্ডল ১৮ বল খেলে একটি বাউন্ডারি ও নয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১ রানে এবং সোমরাজ দে ১৯ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে গুলশান ৪৩ বল খেলে নয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯ এবং বিপ্রদীপ ৪১ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ৩৩ রান করে। জবাবে খেলতে নেমে বিশাল রানের নিচে চাপা পড়ে যায় বড়দোয়ালি স্কুল। দল মাত্র ১২৫ রান করতে সক্ষম হয়। পক্ষে রোহিত বর্মন ২০ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, শুভ্রজীৎ শর্মা ২০ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৫, রিতম দেব ১৯ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ২৪ এবং উদয় দাস ১০ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। এসটি পলস স্কুলের পক্ষে কৃষান দেববর্মা শূন্য রানে , গুলশান রিয়াং ১৫ রানে তিনটি করে এবং তীর্থ ১৫ রানে দুটি উইকেট দখল করে।‌
#Tripura #agt #school #cricket #tsn


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *