Indian Cricket: প্রস্তুতি ক্যাম্পে আগুন ঝরছে বৈভবের ব্যাট থেকে। দুশ্চিন্তায় ব্রিটিশ বোলাররা!

IMG 20250608 WA0000

টিএনএস ডেস্ক,৮ জুন।।

আইপিএল এখন অতীত। কিন্তু আইপিএল- র মতোই কথা বলছে তাঁর ব্যাট। চার, ছক্কার আগুন ধরেছে ব্যাটে।সামনেই ইংল্যান্ড সফর। তার আগে প্রস্তুতি ক্যাম্পে বোলারদের বলের সুতো খুলে নিচ্ছেন তিনি। কে সে? তা কি আর বলার অপেক্ষা রাখে। এই ব্যাটার হলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বিহারের বৈভব সূর্য বংশী।

ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। ইংল্যান্ড সফরে পাঁচটি বেসরকারি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত সঙ্গে দুইটি চার দিনের ম্যাচ। এই দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বৈভব। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে অনূর্ধ্ব ১৯ দলের প্রস্তুতি চলছে এনসিএ ক্যাম্পে। এই ক্যাম্পে প্রস্তুতি ম্যাচগুলিতে বিপক্ষের বোলারদের কোন ধরনের তোয়াক্কা না করে তুলোধুনো করছেন বৈভব। তার এই মিটিং বিক্রমের ভিডিও এখন ভাইরাল এই ভিডিও দেখে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বোলারদের রাতের ঘুম উবে গিয়েছে। তারা কাঁপছে ভারতের বৈভব আতঙ্কে। প্রস্তুতি ক্যাম্পের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মাঠের লং অন ও মিড উইকেট অঞ্চল দিয়ে উড়ে যাচ্ছে বৈভব ব্যাট স্পর্শ করে যাওয়া বলগুলি। প্রতি মুহূর্তে বল আছড়ে পড়ছে মাঠের বাইরে।

খবর অনুযায়ী, আসন্ন ইংল্যান্ড সফরে বৈভব সূর্য বংশী ভারতীয় দলের হয়ে ওপেন করবেন।তার সঙ্গি হবেন আয়ুষ পাত্রে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপেও কথা বলেছিল বৈভবের ব্যাট। পাঁচ ইনিংসে করেছিল ১৭৬ রান। গড় ছিলো প্রায় ৪৪। এখন বৈভবের লক্ষ্য ইংল্যান্ড সফর। গোটা ভারত সহ বিশ্ব ক্রিকেট চেয়ে আছে বৈভব সূর্য বংশীর ব্যাটের দিকে।

#Indian #cricket# under-19 #Vaibhav Suryavanshi#TSN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *