Tripura Chess: রাজ্য দাবাতে  নক্ষত্র পতন, না ফেরার দেশে চলে গেলেন  বর্ষিয়ান দাবাড়ু অভিজিৎ।

IMG 20250603 WA0000

টিএসএন ডেস্ক, ৩জুন।।

ত্রিপুরার দাবার ইতিহাসে নক্ষত্র পতন। মারা গেলেন ত্রিপুরা স্বনামধন্য বর্ষিয়ান দাবাড়ু অভিজিৎ চৌধুরী। বুধবার সকালে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৬ বছর। ১০ দিন আগে ব্রেন স্ট্রোক করে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তিন বছর আগে কালিকাপুর প্রাথমিক স্কুল থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নিয়েছিলেন। রেখে গেছেন স্ত্রী এবং এক মেয়েকে। এদিন সকালে জি বি হাসপাতাল থেকে কৃষ্ণনগর নিজ বাড়িতে নিয়ে আসার পর দুপুরে বটতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কৃষ্ণনগর প্রগতি রোডে উনার বাড়িতে ভীড় জমিয়েছিলেন ক্রীড়াপ্রেমীরা। উনার মৃত্যুতে রাজ্যের দাবা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজ্য দাবা সংস্থার সচিব মিঠু দেবনাথ, অফিস সচিব পান্না আহমেদ এবং সহকারি কোষাধ্যক্ষ গৌরব চক্রবর্তী এ দিন বটতলা শ্মশানে গিয়ে উনাকে শেষ শ্রদ্ধা জানান। রাজ্য সংস্থার সচিব এক বিবৃতিতে বলেন, উনার মৃত্যুতে ত্রিপুরার দাবা মহলে ব্যাপক ক্ষতি হলো। যথেষ্ট প্রতিভাবান দাবাড়ু ছিলেন তিনি। উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতিজনদের প্রতি গভীর সমবেদনা রইল। রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে সভাপতি অভিজিৎ মল্লিক, যুগ্ম সচিব কীরিটী দত্ত শোক জানিয়েছেন।

#Tripura #Agt #Chess #TSN


One thought on “Tripura Chess: রাজ্য দাবাতে  নক্ষত্র পতন, না ফেরার দেশে চলে গেলেন  বর্ষিয়ান দাবাড়ু অভিজিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *