টিএসএন ডেস্ক,১৯ মে।।
ফাইনালে স্বাগতিক অসমের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। মঙ্গলবার হবে ফাইনাল ম্যাচ। প্রথমবর্ষ পূর্বোত্তর লিটল মাস্টার অনূর্ধ্ব ১৫ বালিকাদের ক্রিকেটে। সোমবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে ত্রিপুরা ৭৬ রানে পরাজিত করে মনিপুরকে। গুয়াহাটির এনেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচ ত্রিপুরার গড়া ১২৫ রানের জবাবে মনিপুর মাত্র ৪৯ রান করতে সক্ষম হয়। বৃষ্টির জন্য আউটফিল্ড ভিজে থাকায় এ দিন নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ২০ শে। দুপুরে মনিপুরের অধিনায়িকা টসে জয়লাভ করে ত্রিপুরাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ত্রিপুরার দুই ওপেনার অনুষ্কা শীল এবং এঞ্জেল পাল শুরু থেকেই দ্রুত গতিতে রান তোলার দিকে নজর দেয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ত্রিপুরা ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের পক্ষে অনুষ্কা শীল ৩৫ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৪১, এঞ্জেল পাল ২০ বল খেলে ছয়টি বাউন্ডারি সাহায্যে ৩২, দিয়া সরকার ১৯ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৭, অনুভা পাল ১৩ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১২ এবং অঙ্কিতা পাটারি ২৪ বল খেলে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। মনিপুরের পক্ষে লাইজরাম ১৩ রানে এবং সুচিত্রা দেবী ২৩ রানের দুটি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণে শুরু থেকেই চাপে পড়ে যায় মনিপুর। স্কোরবোর্ড সচল রাখার থেকে উইকেটে টিকে থাকার উপর বেশী নজর দেয় মনিপুরের ব্যাটসম্যান-রা। শেষ পর্যনত মনিপুর ৪৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ফারহানা যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলত তাহলে দলীয় স্কোর সম্ভবত ৩০ রানের গন্ডি পার হতো না। ফারহানা ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। ত্রিপুরার পক্ষে পূর্বা চৌধুরি ৭ রানে ৩ টি এবং অঙ্কিতা পাটারি ৫ রানে ২ টি উইকেট দকল করে।
#tripura #girl #cricket #little #master #tsn