টিএসএন ডেস্ক,৩০ এপ্রিল।।
গেল বারের সেমিফাইনালিস্ট এডি নগর প্লে সেন্টারকে হেলায় পরাজিত করলো মৌচাক ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণামূলক টি-টোয়েন্টি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মৌচাক ক্লাব জয়লাভ করে ৬৩ রানে। বৃষ্টিতে মাঠে আউটফিল্ড ভিজে থাকায় এদিন ম্যাচ শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ৭-এ। সকালে প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে মৌচাক ৮৩ রান করে নির্ধারিত ওভারে এক উইকেট হারিয়ে ৮৩ রান করে। দলের পক্ষে মৌটুসী দে ২৩ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৪১ রান করেন। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। জবাবে খেলতে নেমে এ ডি নগর প্লে সেন্টার নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে কুড়ি রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ আট রান পায় অতিরিক্ত খাতে। মৌচাকের পক্ষে পূজা দাস পাঁচ রানে পাঁচটি উইকেট দখল করেন।
Tripura #Women #Cricket #TSN